লেখকঃ নয়ন দেবনাথ
মিলেছি দু'জন নিভৃতে।
বন থেকে ভেসে আসে
পাখির বাড়ি ফেরার ডাক।
আকাশ প্রদীপ জ্বেলে
কারা যেন সাজিয়েছিল
কার্তিকের সন্ধ্যার আকাশ।
বিকেলের গন্ধ গায়ে মেখে
উড়ছিল কয়েকটি সাদা বক।
পশ্চিমের রাঙ্গা আকাশ
গিলে খাচ্ছিল রাতের অন্ধকার।
আধ ফোটা জোছনায়
ঘাসের ডগায় শিশির জমে।
তুমি আমি পাশাপাশি
ডুবে যাওয়া চুমুর রাজ্যে।
শিশির ভেজা ঘাসে
লেগে থাকে আচঁলের পরশ।
* ২৪ আশ্বিন, ১৪১৭ বঙ্গাব্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন