তোমাকে বলবো একদিন

তোমাকে বলবো একদিন
কেন সেদিন চলে গিয়েছিলাম
যাওয়ার কোন ঠিকানা নেই জেনেও।
কেন মাছরাঙ্গাটি ডুবে গিয়েছিল মাছকে ভালোবেসে
আর সঙ্গী পাখিটি আমরণ খোঁজে বেড়ায় পুকুর ঘাট,নদীর ধার,বিল-ঝিল,আর পঁচাডোবায়।
তোমাকে বলবো একদিন।

কেমন করে বদলে যায় আমাদের চেনা মানুষগুলো,
কেন তারা পাওয়ার সপ্তডিঙ্গা ডাঙ্গায় ডুবিয়ে
না পাওয়ার ভেলায় ভেসে বেড়ায়,
তোমাকে বলবো একদিন।

তোমাকে হারানোর পর কেন আমি হারিয়ে যাইনি,
সাতরঙ্গের সাতটি রাজহাঁস বেঁধেছি বুকের ভেতর,
হৃদয়ের বাগানে সাজিয়েছি একটি একটি করে
জুঁই, চামেলি,রজনীগন্ধা, পলাশ আর রক্তগোলাপ।
হৃদয়ের দরজায় বিছিয়ে রেখেছি
হারানো প্রেম, ব্যর্থ মনেয় বন্ধন
আর বিরহের অশ্রুদিয়ে গড়া রক্তাক্ত কার্পেট।
তোমাকে বলবো একদিন।



* ২৭ অগ্রহায়ণ, ১৪১০ বঙ্গাব্দ। হেমন্তকাল।

কোন মন্তব্য নেই: